ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২০১১ থেকে সিরিয়ায় নিহত ২৯ হাজার শিশু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
২০১১ থেকে সিরিয়ায় নিহত ২৯ হাজার শিশু

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২৯ হাজার শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক একটি মানবাধিকার পর্যবেক্ষণকারী গ্রুপ।

বুধবার (২০ নভেম্বর) বিশ্ব শিশু দিবস উপলক্ষে প্রকাশিত সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সিরীয় সেনাবাহিনী ও ইরানের মদদপুষ্ট সশস্ত্র সংগঠনের হাতে মোট ২২ হাজার ৭৫৩ শিশু নিহত হয়েছে।

এরমধ্যে রাসায়নিক হামলায় ১৮৬ এবং আসাদ বাহিনীর অবরোধের কারণে অপুষ্টি ও চিকিৎসার অভাবে ৩০৫ শিশু নিহত হয়।

অপরদিকে রুশ বাহিনীর হাতে ১ হাজার ৯২৮, সিরীয় সরকারবিরোধীদের হাতে ৯৮৪, আইএসের হাতে ৯৫৬, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথবাহিনীর হাতে ৯২৪ ও কুর্দি সশস্ত্র বাহিনীর হাতে ২১৪ শিশু নিহত হয়।

প্রতিবেদনে সিরীয় সরকারের হাতে ৩ হাজার ৬১৮ শিশু এবং কুর্দি সশস্ত্র গ্রুপের হাতে ৭২২ শিশু বন্দি থাকার কথা জানানো হয়। এছাড়া আইএস নিয়ন্ত্রিত এলাকায় গোষ্ঠীটির হাতেও বন্দি রয়েছে ৩২৬ শিশু।

২০১১ সালে গণতন্ত্রের দাবিতে সিরিয়ায় বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই ভয়াবহ গৃহযুদ্ধের কবলে পড়ে দেশটি।

সিরিয়ার মানবাধিকার পর্যবক্ষেণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, দীর্ঘ আট বছরের গৃহযুদ্ধে প্রায় ৫ লাখ ৭০ হাজার সিরীয় নাগরিক নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৯
এবি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।