সোমবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে বলে পৃথিবী দিনের বেলায় রাতের মতো অন্ধকারে ঢেকে যায়, এ ঘটনা সূর্যগ্রহণ নামে পরিচিত।
খবরে বলা হয়, আগামী ২৬ ডিসেম্বর ২০১৯ সালের শেষ সূর্যগ্রহণটি হবে। এটি এ বছরের তৃতীয় সূর্যগ্রহণ। এদিন চাঁদ ঢেকে ফেলবে সূর্যের কেন্দ্রীয় অংশ। শুধু চারপাশে উজ্জ্বল অগ্নিবলয় দৃশ্যমান হবে।
গত ৬ জানুয়ারি ও ২ জুলাই অন্য দু’টি সূর্যগ্রহণ হয়েছিল। দ্বিতীয় সূর্যগ্রহণটি ভারত থেকে দেখা না গেলেও। তৃতীয়টি দেখা যাবে ভারতসহ ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকার দেশগুলো থেকে।
হিন্দু ধর্মগ্রন্থ ও জ্যোতিষশাস্ত্রের প্রেক্ষাপটে এই সূর্যগ্রহণটি অনেক তাৎপর্যপূর্ণ। পৌষ মাসের নতুন চাঁদের দিন সকালের দিকে এ সূর্যগ্রহণটি হবে, যা প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হবে।
এসময় খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হতে পারে, তাই অন্তত সানগ্লাস পরা উচিত।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এফএম