ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নয় ছাত্রসহ নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০
পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নয় ছাত্রসহ নিহত ১৮

ইসলামাবাদ: পাকিস্তানের খায়বার পাখতুনখোয়া প্রদেশের একটি পুলিশ স্টেশনে সোমবার আত্মঘাতি গাড়িবোমা হামলায় নয় ছাত্রসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪০ জনেরও বেশি।



সোমবার সকালে একটি আত্মঘাতি হামলাকারী প্রদেশের লাক্কি মারওয়াত অঞ্চলের পুলিশ স্টেশনের পেছনের দেওয়ালে গাড়িবোমা হামলা চালায়। এ সময় স্টেশনে উপস্থিত ৪৫ জন পুলিশের মধ্যে নয় জন নিহত হয়েছেন।

বিস্ফোরণের সময় স্কুলগামী পাঁচ বালক ও চার বালিকাও নিহত হয়। পুলিশ স্টেশনটি মারাত্মক তিগ্রস্ত হয়।

পুলিশ জানিয়েছে, ধ্বংসাবশেষ সরানোর আমরা তির পরিমাণ নির্ধারণ করতে পারব। আরেকজন পুলিশ কর্মকর্তা জানান, ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছে।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

চলতি সপ্তাহে পাকিস্তানে সন্ত্রাসীদের অব্যাহত হামলায় কোয়েতা শহরে ৭৩ জন ও গত সপ্তাহে  লাহোরে ৩৫ জন নিহত হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad