ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কভিড-১৯: ১২ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক গ্রুপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
কভিড-১৯: ১২ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক গ্রুপ

কভিড-১৯ এর বিরুদ্ধে লড়তে ১২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক গ্রুপ। চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া রোগটি প্রতিরোধের জন্য দেওয়া হবে এ অর্থ সহায়তা।

মঙ্গলবার (০৩ মার্চ) জরুরি অর্থ সহায়তা দেওয়ার এ ঘোষণা দেওয়া হয়।

ইতোমধ্যে ৬০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।

এ অর্থ সহায়তা দেওয়া হবে যেন সংস্থাটির সদস্য দেশগুলো কভিড-১৯ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে পারে।

উন্নয়নশীল দেশগুলোকে এ সহায়তা দেওয়া হবে যেন তারা তাদের নাগরিকদের মহামারী থেকে সুরক্ষা দিতে সক্ষম হয়। একইসঙ্গে অর্থনীতিতে এর প্রভাব কমিয়ে আনতে দেশগুলোর বেসরকারি খাতের সঙ্গে কাজ করবে বিশ্বব্যাংক গ্রুপ।

বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেন, আমরা উন্নয়নশীল দেশগুলোকে দ্রুত সহায়তা দেওয়ার চেষ্টা করছি যেন তারা কভিড-১৯ রোগ মোকাবিলায় পদক্ষেপ নিতে পারে। এরমধ্যে জরুরি অর্থ সহায়তা, কৌশলগত পরামর্শ, প্রযুক্তিগত সহায়তাও রয়েছে।

এখন পর্যন্ত কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ২০১ জনের। এ রোগে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৭৮৭ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫০ হাজার ৬৯১ জন। এদিকে চীনের বাইরে সবচেয়ে বেশি ৭৯ জনের মৃত্যু হয়েছে ইতালিতে। এরপর রয়েছে ইরান। সেখানে মৃত্যু হয়েছে ৭৭ জনের। এরপর দক্ষিণ কোরিয়ায় ৩২, যুক্তরাষ্ট্রে ৯, জাপানে ৬, ফ্রান্সে ৪, স্পেনে ১, হংকংয়ে ২, থাইল্যান্ডে ১, তাইওয়ানে ১, অস্ট্রেলিয়ায় ১ ও ফিলিপাইনে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ডায়ামন্ড প্রিন্সেসে মৃত্যু হয়েছে ৬ জনের।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।