ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আত্মহত্যা ও বিষন্নতার পেছনে জাপানের ব্যয় ৩২০০ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১০
আত্মহত্যা ও বিষন্নতার পেছনে জাপানের ব্যয় ৩২০০ কোটি ডলার

টোকিও: জাপান গত বছর আত্মহত্যা ও বিষন্নতার পেছনে ৩২০০ কোটি ডলার ব্যয় করেছে। মঙ্গলবার দেশটির সরকার প্রথমবারের মত এ ধরনের তথ্য প্রকাশ করে।



বিষন্নতায় ভোগা ও কাজ হারানো ব্যক্তিদের চিকিৎসার পেছনে এবং আত্মহত্যা করা ব্যক্তিদের পেছনে গত বছর ৩ হাজার ১শ’ ৮০ কোটি ডলার ব্যয় হয়েছে বলে সরকার জানায়।

১, ২৭০ লাখ জনগণের দেশ জাপানে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। শুধু গত বছরেই এখানে ৩২,৮৪৫ জন ব্যক্তি আত্মহত্যা করেন।

বছরে এ হার প্রতি ১ লাখ পুরুষের মধ্যে ৩৫ দশমিক ৮ জন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে জানা যায়।

জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান তার একটি রাজনৈতি স্লোগানের উল্লেখ করে মঙ্গলবার বলেন, ‘আত্মহত্যার অনেক কারণ আছে। এসব সমস্যা কমানো হলে একটি সুখী সমাজ গঠন করা সম্ভব। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।