ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ২০১১ সালে শুরু হবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১০
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ২০১১ সালে শুরু হবে

ওয়াশিংটন: আফগানিস্তানের নিয়োজিত ন্যাটো প্রধান বলেছেন আগামী বছর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগান নিরাপত্তা বহিনীর কাছে দায়িত্ব হস্তান্তর করবে। মঙ্গলবার ওভালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।



ন্যাটো প্রধান আন্ডারস ফগ রাসমুসেন সাংবাদিকদের বলেন, ‘আমি বিশ্বাস করি ২০১১ সালের নভেম্বরে কমপক্ষে সেনা প্রত্যাহার শুরু করা যাবে’।

এর আগে, ওবামা পরিকল্পনা করেছিলেন, জুলাই মাস থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার।

রাসমুসেন আরও বলেন, ন্যাটো সেনা প্রত্যাহারে সময় প্রয়োজন শুধু মাত্র নিরাপত্তা অবস্থার কারণে নয়, জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার সামর্থ আফগান সরকারের এখনো তৈরি হয়নি।

এদিকে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেট্রাউস তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করতে আরও দুই হাজার বিদেশি সেনা পাঠানোর অনুরোধ করেছেন। এরমধ্যে আফগান বাহিনীকে প্রশিক্ষণ দিতে ৭৫০ জন সেনা প্রয়োজন। যুদ্ধে আন্তর্জাতিক সমর্থন কমে যাওয়ার পরও গত সপ্তাহে ওই অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad