ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ৯৯ বর্ষী বৃদ্ধা যৌননির্যাতনের শিকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০
অস্ট্রেলিয়ায় ৯৯ বর্ষী বৃদ্ধা যৌননির্যাতনের শিকার

মেলবোর্ন: অস্ট্রেলিয়ায় ৯৯ বছরের এক বৃদ্ধা ২০ বছরের এক যুবকের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন।

যৌন নির্যাতনের পর যুবকটি বৃদ্ধাকে মারধর করেছে বলে পুলিশ জানায়।

শুক্রবার স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানায়, বৃদ্ধা যখন গত সপ্তাহে ওরমান্ডের কুরাঙ্গ রোডের বাড়িতে একা ছিলেন, তখন ওই যুবকটি তার ঘরের দরজার কড়া নাড়ে। তারপর জোর করে তার ঘরে ঢুকে পড়ে।

এদিকে পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে, যুবকটির বয়স ১৭ থেকে ২২ বছর। সে সকাল সাড়ে ১০টায় বৃদ্ধার ঘরে ঢোকে এবং ১১টা পর্যন্ত অবস্থান করে। বৃদ্ধাকে ধর্ষণের পর সে পালিয়ে যায়।

যৌন অপরাধ স্কোয়াডের গোয়েন্দা পরিদর্শক গ্লেন ডেভিস জানান, “এ ঘটনা বৃদ্ধা এবং তার পরিবারের ওপর একটা বাজে প্রভাব ফেলেছে। ”

তিনি বলেন, “আমরা এ ধরনের অপরাধের জন্য অত্যন্ত উদ্বিগ্ন! এ বৃদ্ধা একজন দাদিমা। শুধু তাই নয়, তার নাতিপুতি রয়েছে। এ ঘটনা সমাজের মানুষের মধ্যে চরম হতাশা তৈরি করবে। ”

তিনি জানান, বৃদ্ধা হাসপাতালে এক সপ্তাহ যাবৎ চিকিৎসাধীন ছিলেন।

বৃদ্ধার মুখে ও পায়ে ১শটি আঁচড়ের দাগ দেখা গেছে। তাকে কোনো কিছু দিয়ে মাথায় আঘাতও করা হয়েছে।

গোয়েন্দা পরিদর্শক ডেভিস জানান, ঘরে ঢোকার আগে যুবকটি গোপনে বাড়িটির আশপাশে ঘোরাঘুরি করেছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।