ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কোরান ইস্যু: আফগানিস্তানে ন্যাটো বাহিনীর গুলিতে এক বিক্ষোভকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০
কোরান ইস্যু: আফগানিস্তানে ন্যাটো বাহিনীর গুলিতে এক বিক্ষোভকারী নিহত

কুন্দুস, আফগানিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রের এক যাজক কর্তৃক পবিত্র কোরান শরীফ পোড়ানোর পরিকল্পনার প্রতিবাদ করতে গিয়ে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে আফগানিস্তানের উত্তরের বাদাকাসান প্রদেশের রাজধানী ফয়জাবাদে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে বলে প্রাদেশিক সরকারের এক মুখপাত্র আমিন সোহাইল জানান।

এ ছাড়া অন্যান্য প্রদেশেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

এ সময় বিক্ষোভকারীরা মার্কিন স্থাপনাসমূহেও হামলার হুমকি দেয়।

শুক্রবার দুপুরে ঈদের বিশেষ নামাজ আদায়ের পর প্রায় ১০ হাজারের বেশি বিক্ষোভকারী রাস্তায় বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভের এক পর্যায়ে জার্মান পরিচালিত ন্যাটো বাহিনীর একটি ঘাঁটিতে বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে ন্যাটো বাহিনীর সদস্যরা ভেতর থেকে গুলি বর্ষণ করে। তবে এ ঘটনায় নিহতের নাম ও কতজন আহত হয়েছে, তাৎক্ষণিকভাবে সে তথ্য জানা যায়নি।

এদিকে কাবুলে অবস্থিত ন্যাটো পরিচালিত আন্তর্জাতিক নিরাপত্তা সহায়ক বাহিনীর (আইএসএএফ) এক মুখপাত্র জানান, তারা বাদাকাসান প্রদেশের রাজধানী ফয়জাবাদে গুলিবর্ষণের ঘটনার বিষয়ে অবগত আছেন এবং এ ব্যাপারে তদন্ত শুরু করেছেন।

প্রসঙ্গত, নিউ ইয়র্ক সিটিতে টুইন টাওয়ারে হামলার ৯ম বার্ষিকীতে আগামী শনিবার ফোরিডার এক যাজক টেরি জোনস কয়েক শ’ কোরান পোড়ানোর ঘোষণা দেন। ২০০১ সালের ৯/১১-এর হামলায় ৩ হাজার ব্যক্তি প্রাণ হারান।

পবিত্র কোরান পোড়ানো ইস্যুতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। তবে যাকে নিয়ে এত আলোচনা, সেই যাজক টেরি জোনস একবার তার পরিকল্পনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে আবার তা পুনর্বিবেচনা করার ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।