ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় মাদক সহিংসতায় নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১০
মেক্সিকোয় মাদক সহিংসতায় নিহত ২৫

সিউদাদ জুয়ারেজ (মেক্সিকো): মেক্সিকোর সীমান্তবর্তী শহর সিউদাদ জুয়ারেজে সিরিজ মাদক সহিংসতায় কমপক্ষে ২৫ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গত দুই বছরের মধ্যে মেক্সিকোতে এটাই সবচেয়ে বড় সহিংসতাজনিত প্রাণহানি।



অন্য একটি মাদক সহিংসতায় আরো ১০ ব্যক্তি প্রাণ হারান।

চিনহুয়াহুয়া প্রদেশের এটর্নি জেনারেল অফিসের এক মুখপাত্র আরটুরো সানডোভাল প্রথম হামলা সম্পর্কে জানান, “বৃহস্পতিবার হামলাকারীরা সিউদাদের জুয়ারেজের ৪টি বাড়িতে ৩ ঘণ্টা ধরে সহিংসতা চালায়। এ সময় ১৫ জন নিহত হয়। ”

তিনি প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলেন, “সশস্ত্র ব্যক্তিরা একটি বাড়িতে ঢুকে প্রথমে ২ যুবককে হত্যা করে। তারপর আরো ৪ জনকে মেরে ফেলে। ”

সিউদাদ জুয়ারেজে সিনালোয়া মাদক সংঘের অস্থায়ী প্রধান এল চাপো গুজম্যানের হুমকি দিয়ে লেখা দুটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা ছিল, “তুমি আমাদের সন্তানদের হত্যা করছো। তুমি আগেও তা করেছো। তুমি এখন আমার পরিবারের সদস্যদের হত্যা করতে যাচ্ছো। ”

কয়েক হাজার সৈন্য মোতায়েন করার পরও বছর জুড়ে সিউদাদ সুয়ারেজ শহরে সহিংসতা চলে আসছে। প্রেসিডেন্ট ফিলিপ ক্যালডেরন এক ঘোষণা দেওয়ার পর ফেডারেল পুলিশের বিশেষ তদন্ত দল শহরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে।

সিউদাদ জুয়ারেজে এ বছর সহিংসতায় কমপক্ষে ২ হাজার ১শ জন প্রাণ হারান। গত বছর প্রাণ হারান ২ হাজার ৭শ ব্যক্তি।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।