ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২০
আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ১৭ আফগানিস্তানের লোগার প্রদেশে শক্তিশালী একটি গাড়ি বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের লোগার প্রদেশে শক্তিশালী একটি গাড়ি বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) বিবিসি এ তথ্য জানায়।

ঈদুল আজহা উপলক্ষে তালেবান ঘোষিত তিনদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় আফগানিস্তান সরকার। শুক্রবার থেকে এ যুদ্ধবিরতি শুরু হচ্ছে।  এটি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে তালেবানরা এ হামলার দায় অস্বীকার করেছে। অন্যদিকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

লোগার প্রদেশের গভর্নরের মুখপাত্র দেদার লাওয়াং জানান, একজন আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গভর্নরের অফিসের সামনেই এ হামলা হয়। ঈদের আগের দিন কেনাকেটা করতে সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।