ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে গ্রেফতার ৯০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২০
হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে গ্রেফতার ৯০ হংকংবাসীর বিক্ষোভ

চলতি বছরের জুন মাসে চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন জারি করে বেইজিং। এ আইন বাতিলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেন হংকংবাসী।

এ আইন ভঙ্গের অভিযোগে এখন পর্যন্ত অঞ্চলটির অন্তত ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে।

চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) জানায়, হংকংয়ের মংকক এলাকায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের লক্ষ্য করে মরিচের গুঁড়ো ছোড়ে পুলিশ।

অজ্ঞাত এক বিক্ষোভকারীর ডাকে অসংখ্য মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এসময় তারা চিৎকার করে স্লোগান দেন, ‘হংকং স্বাধীন করো। ’

হংকংয়ের জর্ডান অঞ্চলে অসংখ্য পুলিশের সামনেই বিক্ষোভ চালিয়ে যান তারা। করোনা ভাইরাসের জেরে হংকংয়ের নির্বাচন পেছানোর সিদ্ধান্তের বিরুদ্ধেও নিন্দা জানান বিক্ষোভকারীরা। জর্ডানের ইটন হোটেলের সামনে সরকারবিরোধী ব্যানার হাতে বিক্ষোভ করায় লিগ অব সোশ্যাল ডেমোক্র্যাটস এর অ্যাক্টিভিস্ট লিউং কোক হুং, রাফেল ওং হোমিং এবং ফিগো চ্যান হোওনকে গ্রেফতার করে পুলিশ।

সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।