ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে ন্যাটোর বিমান হামলায় ১৪ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১০
আফগানিস্তানে ন্যাটোর বিমান হামলায় ১৪ জঙ্গি নিহত

কাবুল: আফগানিস্তানে ন্যাটোর বিমান হামলায় ১৪ জন জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিরা ন্যাটো সেনাদের লক্ষ্য করে হামলা চালালে ওই অভিযান চালানো হয় বলে ন্যাটো সূত্রে জানানো হয়েছে।



উরুজগান রাজ্যে রোববার ন্যাটোর টহল বাহিনীর ওপর জঙ্গিরা হামলা চালায়। এরই পরিপ্রেক্ষিতে ওই হামলা চালানো হয়।

ন্যাটো সূত্র জানায়, প্রথম অভিযানে তিনজন নিহত হয়। অপর ১১ জন হামলার প্রস্তুতিকালে নিহত হয়।

ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা সংস্থা সূত্র জানায়, তাৎক্ষণিক প্রতিবেদনে জানা গেছে ওই হামলায় কোনো বেসামরিক লোক নিহত হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৩০ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।