ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় রাশিয়ার টিকা স্পুটনিকের কার্যকারিতা ৯২ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
করোনায় রাশিয়ার টিকা স্পুটনিকের কার্যকারিতা ৯২ শতাংশ

করোনায় রাশিয়ার তৈরি টিকা স্পুটনিকের শেষধাপের ট্রায়ালের ফলাফলে এই টিকা ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ে ৯২ শতাংশ কার্যকর বলে জানানো হয়েছে।

মেডিকেল জার্নাল ল্যানসেটে এই ফলাফল প্রকাশ করা হয়।

পাশাপাশি স্পুটনিক নিরাপদ বলে বিবেচিত হয়েছে। করোনা আক্রান্তদের সুরক্ষায় স্পুটনিক সম্পূর্ণভাবে কার্যকর বলেও জানানো হয় জার্নালে।

শেষধাপের ট্রায়ালের ফলাফল প্রকাশের আগে টিকাটি প্রয়োগ শুরু করায় নানা ধরনের বিতর্কের তৈরি হয়। তবে সংশ্লিষ্টরা বলছেন, রুশ টিকার কার্যকরিতা এবং নিরাপত্তা এখন সবার সামনে।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।