রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাশিয়ার মস্কো কোর্ট নাভালনিকে এ সাজা দেন।
এর আগে নাভালনিকে এক বছর গৃহবন্দি করে রেখেছিল রাশিয়া কর্তৃপক্ষ। সেই সময়টি এই সাজার মধ্যে থেকে বাদ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এদিকে নাভালনির গ্রেফতারের পর থেকেই কনকনে শীত উপেক্ষা করে রাজপথে বিক্ষোভে নেমেছেন তার সমর্থকরা। নাভালনির মুক্তি ও প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবিতে রাজধানী মস্কোসহ বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ।
বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এইচএমএস/