ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

করোনা নিষেধাজ্ঞা ভেঙে এথেন্সে পাকিস্তানিদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২১
করোনা নিষেধাজ্ঞা ভেঙে এথেন্সে পাকিস্তানিদের বিক্ষোভ

করোনা নিষেধাজ্ঞা ভেঙে কাশ্মীর নিয়ে এথেন্সে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন গ্রিসে বসবাসরত পাকিস্তানিরা।  

শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টায় তারা এ বিক্ষোভ করেন।

 

করোনার কারণে যে কোনো ধরনের সমাবেশ এথেন্সে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি অত্যাবশ্যকীয় কাজ ছাড়া যে কোনো কাজে বাইরে গেলেও কর্তৃপক্ষকে টেক্সট মেসেজ দিয়ে বাইরে বের হতে হয়। কিন্তু বিক্ষোভকারীরা এসব নিয়মের তোয়াক্কা করেননি।

কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। ১৯৪৭ সালে দেশভাগের পর থেকেই এ উত্তেজনা।  

এদিকে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে জোরালোভাবে সমর্থন দিয়ে আসছে তুরস্ক, যা নয়াদিল্লি ও আঙ্কারার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রধান সমস্যার সৃষ্টি করেছে।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।