যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার আইনজীবীরা।
ডোনাল্ড ট্রাম্পের পক্ষে তার আইনজীবী বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্টের সমর্থকরা তাদের নিজস্ব ইচ্ছায় ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছেন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, গত মাসে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার অভিশংসন দেওয়ার পরে সিনেটে তার বিচার শুরু হতে চলেছে। ক্যাপিটল ভবনে হামলা আগে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এদিকে, সাক্ষ্য নেবেন না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
গত ৬ জানুয়ারি কংগ্রেসে জো বাইডেনের বিজয়ের স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা চালায় বিক্ষুব্ধ ট্রাম্প সমর্থকরা। এ হামলায় চার বিক্ষোভকারী ও একজন পুলিশ কর্মকর্তা নিহত হন।
এরপর হামলায় উসকানি দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোরে (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়। এরআগে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ২০২০ সালে অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
ওএইচ/