ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

উইগুর গণহত্যা নিয়ে কথা বলতে বাধ্য যুক্তরাষ্ট্র: পেলোসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
উইগুর গণহত্যা নিয়ে কথা বলতে বাধ্য যুক্তরাষ্ট্র: পেলোসি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি

চীনে চলমান মানবাধিকার লঙ্ঘনের মধ্যে উইগুর সম্প্রদায়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। সেই সঙ্গে তিনি দৃঢ়ভাবে বলেন, ‘এ গণহত্যা নিয়ে কথা বলার বাধ্যবাধকতা রয়েছে যুক্তরাষ্ট্রের’

ক্যাম্পেইন ফর উইগুরস (সিএফইউ) এর প্রতিনিধিদের সঙ্গে এক সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে পেলোসি বলেন, ‘যদি আমরা বাণিজ্যিক স্বার্থের কারণে চীনকে মানবাধিকারের বিষয়ে স্পষ্টভাবে কথা বলতে না পারি, তাহলে বিশ্বের যে কোনো জায়গার মানবাধিকার নিয়ে কথার বলার নৈতিক কর্তৃত্ব আমরা হারিয়ে ফেলবো। ’

উইগুরদের বর্তমান অবস্থা কী এবং এ গণহত্যা বন্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয় ওই সভায়।

এদিকে, মানবাধিকার বিষয়টি নিয়ে চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় ওয়ার্ল্ড উইগুর কংগ্রেসের মহাপরিদর্শক আবদুলহাকিম ইদ্রিস যুক্তরাষ্ট্রের প্রশংসা করেছেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উইগুর গণহত্যা নিয়ে কথা বলেছেন এবং চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

সূত্র: ফাইন্যান্সিয়াল পোস্ট

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।