ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ৪৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ৪৪

দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে হঠাৎ বন্যা ও ভূমিধসে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

অনেকে এখনো মাটির নিচে চাপা পড়ে আছেন।

রোববার (৪ এপ্রিল) সকালে ইস্টার সানডের সকালে ঘুম থেকে ওঠার আগেই ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ এলাকা ফ্লোরস আইল্যান্ডে আকস্মিক বন্যা দেখা দেয় বলে জানিয়েছে স্ট্রেইট টাইমসসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

এতে দ্বীপের পূর্ব দিকের অংশের মাটি আবদ্ধ ঘর, ব্রিজ ও সড়ক ধ্বংসপ্রাপ্ত হয়।

দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র রাদিত্য জাটি বলেন, এখন পর্যন্ত ৪৪ জন মারা গেছেন, আহত আছেন ৯ জন। অনেকে এখনো মাটির নিচে চাপা পড়ে আছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন মৃতের সংখ্যা আরো বাড়তে পারে, কারণ প্রত্যন্ত এলাকায় এখনো বৃষ্টি এবং পানির সঙ্গে স্থানীয়রা লড়ছে।

এর আগে গত জানুয়ারি মাসে জাভা প্রদেশে আকস্মিক বন্যায় ৪০ জনের মৃত্যু হয়। এছাড়া সেপ্টেম্বরেও ১১ জন মারা যায়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।