ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে শান্তি নাগালের মধ্যে: ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০
মধ্যপ্রাচ্যে শান্তি নাগালের মধ্যে: ক্লিনটন

আম্মান: মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে ইসরায়েল ও ফিলিস্তিনের নেতারা অঙ্গীকারবদ্ধ ও আন্তরিক বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। শান্তি দ্রুতই নাগালে চলে আসবে বলেও বৃহস্পতিবার তিনি জানান।



জর্দানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে আলোচনা শেষে তিনি এ মন্তব্য করেন। মূলত চলতি সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দুরূহ শান্তি আলোচনায় গতি পেয়েছে।

তিনি এ দুই নেতা সম্পর্কে বলেন, ‘তারা এ প্রচেষ্টার ব্যাপারে আন্তরিক। অঙ্গীকারাবদ্ধ। জটিল হলেও তারা প্রয়োজনীয় প্রশ্নগুলো এড়িয়ে যাচ্ছেন না। ’

তিনি আরও বলেন, ‘দুই-রাষ্ট্র সমাধানের বিষয়টিতে উভয় নেতাই আন্তরিক হওয়ার কারণে শান্তি স্থাপনের বিষয়টি নিয়ে আবারও আশা দেখা দিয়েছে। ’

জর্দানের পররাষ্ট্রমন্ত্রী নাসের জাদেহ’র সঙ্গে একটি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি আরও বলেন, ‘এক বছরের মধ্যে সব সমস্যা সমাধানের জন্য নেতানিয়াহু ও আব্বাস জটিল কিন্তু প্রয়োজনীয় সব সিদ্ধান্ত নেবেন। ’

এ বিষয়ে আব্বাস বলেন, ‘শর্তগুলো কঠিন হলেও আলোচনা ছাড়া আর কোনো উপায় নেই। ’

কিন্তু ফিলিস্তিনের উচ্চপদস্থ একজন কর্মকর্তা বুধবার জেরুজালেমে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকে বলেন, ‘আলোচনা খুবই কঠিন এবং এতে কোনো অগ্রগতি নেই। ’

পশ্চিম তীরে বসতিস্থাপন মুলতবির সময়সীমা না বাড়ারে বৈঠকে আবারও শান্তি আলোচনা থেকে বেরিয়ে আসার হুমকি দেন আব্বাস।

কিন্তু, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আবেদন সত্ত্বেও মুলতবির সময়সীমা বাড়নোর বিষয়টি নাকচ করে দেন নেতানিয়াহু। সীমিত আকারে বসতিস্থাপন করবেন বলে তিনি জানান।  

পশ্চিম তীর ও জেরুজালেমে ১২০টি ইহুদি স্থাপনায় বর্তমানে প্রায় ৫ লাখ ইসরায়েলি বসবাস করেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।