ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টিয়াপাখি গ্রেপ্তার!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০
টিয়াপাখি গ্রেপ্তার!

বোগোতা: মাদক ব্যবসায়ী ও চোরদের সহায়তার অভিযোগে কলম্বিয়ার বারাকুইলা শহরের পুলিশ একটি টিয়াপাখি গ্রেপ্তার করেছে।

ঘটনাটি গত বুধবারের।

বেশ কয়েকটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩০০ পুলিশ মাদক ব্যবসায়ী ও চোরদের একটি গোপন আস্তানায় হানা দেয়। পুলিশ কর্মকর্তারা সেখানে পৌঁছানোর পর একটি কণ্ঠ শোনা যায়, ‘দৌড়াও, দৌড়াও, বিড়াল তোমাকে ধরতে আসছে!’ এরপর দেখা যায়,লোরেনসো নামের একটি টিয়াপাখি এই কথা বলছে। পাখিটির সতর্কবার্তা পেয়ে অপরাধীদের সবাই পালিয়ে যেতে সক্ষম হয়। টিয়াপাখিকে এভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়েছিলো।

এ ঘটনায় পুলিশ ওই পাখিটিকে আটক করে। পুলিশ অবশ্য চারজন ব্যক্তিকেও গ্রেপ্তার করে। একইসঙ্গে ২৫০টি ছুরি ও এক হাজার ডোজ গাঁজা আটক করা হয়।

পুলিশ কর্মকর্তা এদুয়েস মুনোস বলেন, পাখিটিকে পুলিশের গাড়িতে নেওয়ার সময়ও এটি ‘দৌড়াও, দৌড়াও’ বলে কথা বলছিলো।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।