ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগান নির্বাচন আগের চেয়ে ‘সুষ্ঠু’ হবে: মার্কিন কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০
আফগান নির্বাচন আগের চেয়ে ‘সুষ্ঠু’ হবে: মার্কিন কর্মকর্তা

ওয়াশিংটন: আফগানিস্তানের আসন্ন নির্বাচন ২০০৯ সালের নির্বাচনের তুলনায় ভাল হবে বলে বৃহস্পতিবার আশা প্রকাশ করেন এক মার্কিন কর্মকর্তা। প্রতারণার কারণে ২০০৯ সালের নির্বাচন ভেস্তে যায়।



নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘আমরা আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি) এবং নির্বাচন সংক্রান্ত অভিযোগ কমিশন (ইসিসি) নামের প্রতিষ্ঠান দুটির দৃঢ় নেতৃত্ব ও অগ্রগতি দেখতে পাচ্ছি। ’

তবে যুদ্ধাবস্থায় নির্বাচনের আয়োজন অনেক কঠিন একটি কাজ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নির্বাচনটি ভাল হলেও নিখুঁত হবে না বলে আমরা ধারণা করছি। ’

শনিবার আফগানিস্তানে নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এদিন দেশটির এক কোটি পাঁচ লাখ জনগণ নিম্নকক্ষ পার্লামেন্টের ২৪৯ সদস্য নির্বাচনের জন্য ভোট দেবেন।

তবে ২০০১ সালে মুসলিম জঙ্গিদের ক্ষমতা থেকে উচ্ছেদের পর দেশটিতে মাত্র দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় এ নির্বাচনে তালেবান হামলার আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।