ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানের মন্ত্রিসভা পুনর্গঠন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০
জাপানের মন্ত্রিসভা পুনর্গঠন

টোকিও: জাপানের ডেমোক্রাটিক পার্টি (ডিপিজে)-এর প্রধান ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাওতো কান শুক্রবার তার নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন।

নতুন ঘোষিত এ মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সেইজি মায়হারা, অর্থমন্ত্রী হিসেবে আকিহিরো ওহাতা, পরিবেশমন্ত্রী হিসেবে রুয়ি মাতসোমোতো প্রমুখ দায়িত্ব পেয়েছেন।



এদিকে, মন্ত্রিসভার পূনর্গঠনকে কেন্দ্র করে শুক্রবার আগের মেয়াদের সব মন্ত্রীই পদত্যাগ করেন

কিছুদিন আগে দলের প্রেসিডেন্ট হিসেবে আবারও নির্বাচিত হন নাওতো কান। এ অবস্থায় জনগণের সমর্থন বাড়াতে তার পুরাতন মন্ত্রিসভা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেন তিনি। মন্ত্রিসভার এক বৈঠকের পর সাংবাদিকদের কান বলেন, ‘আমাকে একটি ভালো টিম গড়ে তুলতে হবে। ’

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।