ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তালেবানদের বর্বরতার সহযোগী বিদেশি সন্ত্রাসী নেটওয়ার্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
তালেবানদের বর্বরতার সহযোগী বিদেশি সন্ত্রাসী নেটওয়ার্ক

জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি গোলাম এম ইসাকজাই বলেছেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে বর্বরতার সহযোগী হিসেবে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের সহায়তা পাচ্ছে তালেবানরা।

তিনি বলেন, শুধু তালেবানরা নয়, আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের বিদেশি যোদ্ধারাও বর্বরতায় অংশ নিচ্ছে।

তারা একত্রে আফগানিস্তানে এবং আমাদের অঞ্চল এবং তার বাইরেও শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার হুমকি হিসেবে দেখা দিচ্ছে।

নিউইয়র্কে আফগানিস্তান নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক সভায় গোলাম এম ইসাকজাই বলেন, তালেবানরা বিদেশি যোদ্ধাদের প্রত্যক্ষ সমর্থনে ৩১টি প্রদেশে ৫,৫০০ টিরও বেশি হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, তালেবানরা পাকিস্তান থেকে তাদের যুদ্ধাস্ত্র সরবরাহ ও সংরক্ষণের সুবিধা পাচ্ছে।

তিনি বলেন, তালেবানদের সাম্প্রতিক সহিংসতা বৃদ্ধি এবং প্রদেশের প্রধান শহর ও জনসংখ্যা কেন্দ্রগুলোতে তাদের নির্মম সামরিক আক্রমণের কারণে দেশটির পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যাচ্ছে বলে এই জরুরি বৈঠক চাইতে বাধ্য হয়েছি।

তালেবানরা বেসামরিক নাগরিক, আফগান প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তাদের আক্রমণ বাড়িয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে তালেবানরা আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ তাখারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা দখল করেছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।