ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে নাবিককে ফেরত চেয়ে জাপান দূতাবাসের সামনে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০
চীনে নাবিককে ফেরত চেয়ে জাপান দূতাবাসের সামনে বিক্ষোভ

বেইজিং : বিতর্কিত জলসীমায় আটক নাবিককে ফিরিয়ে দিতে শনিবার চীনে, জাপান দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। ১০০ এর বেশি চীনা নাগরিক বিক্ষোভে অংশ নেন।



বিক্ষোভকারীরা দূতাবাসের গেটেরকাছে কড়া পুলিশ পাহারায় ‘জাপান নিপাত যাক’, ‘নাবিককে মুক্তি দাও’, ‘দিয়ায়ু দ্বীপ আমাদের ফিরিয়ে দাও ’ বলে শ্লোগান দিতে থাকে।

চীনের মাছ ধরা নৌযানের সঙ্গে জাপানের দু’টি নৌযানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গত ৭ সেপ্টেম্বর চীনের নাবিককে আটক করে জাপান।

এরআগে জাপানের রাষ্ট্রদূতকে পঞ্চম বারের মতো তলব করেছে চীন সরকার। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিন জাপানের রাষ্ট্রদূত ইউচিরো নিওয়াকে মঙ্গলবার তলব করে আটক নাবিকের মুক্তি ও তাকে ফেরত পাঠানোর দাবি করেন।

এদিকে টোকিও চীনে অবস্থান করা জাপানের নাগরিকদের বেইজিং ও সাংহাইতে বিক্ষোকারীদের থেকে সতর্ক করে দিয়েছে।

দুই দেশের মধ্যে বিষয়টি গুরুত্বপূর্ণ কুটনৈতিক ইস্যু হয়ে দাড়িয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।