ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুপার মার্কেটে ‘সন্ত্রাসী হামলা’ হয়েছে: জেসিন্ডা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
সুপার মার্কেটে ‘সন্ত্রাসী হামলা’ হয়েছে: জেসিন্ডা জেসিন্ডা আরডার্ন

নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি সুপারমার্কেটে এক ব্যক্তির ছুরিকাঘাতে ছয় জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার হামলার ঘটনা ঘটে।

পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন।

আলজাজিরা জানিয়েছে, হামলার ঘটনাকে আইএসের মতো ‘সন্ত্রাসী হামলা’ বলেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।  

ঘটনার নিন্দা জানিয়ে জেসিন্ডা বলেন, পুলিশের গুলিতে এক মিনিটের মধ্যে হামলাকারী ওই ব্যক্তি নিহত হয়। হামলাকারী আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিলেন। তিনি জঙ্গি দল আইএসের মতাদর্শে অনুপ্রাণিত ছিলেন। হামলাকারী শ্রীলঙ্কার নাগরিক। ২০১১ সালে ওই ব্যক্তি নিউজিল্যান্ডে আসেন।  

পুলিশ জানিয়েছে, নিউ লিনেন সুপারমার্কেটে ঢুকে এক ব্যক্তি ছুরিকাঘাত করে ছয়জনকে আহত করেন। পরে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।