ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রশিক্ষণ মহড়ায় প্রাণ গেল রুশ মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
প্রশিক্ষণ মহড়ায় প্রাণ গেল রুশ মন্ত্রীর

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ মারা গেছেন। স্থানীয় সময় বুধবার (৮ সেপ্টেম্বর) আর্কটিক অঞ্চলে বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক এক মহড়া চলাকালে তার মৃত্যু হয়।

বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর দিয়েছে।

আল-জাজিরা জানায়, অন্যের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইয়েভগেনি জিনিচেভ।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ও মন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিক করেছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কো থেকে দুই হাজার ৯শ কিলোমিটার দূরের আর্কটিক নরিলস্ক অঞ্চলে বড় ধরনের মহড়া পর্যবেক্ষণ করছিলেন ইয়েভগেনি। অনুশীলনের একপর্যায়ে একজনের প্রাণ বাঁচাতে গিয়ে তার মৃত্যু হয়।

জানা গেছে, পানিতে পড়ে যাওয়া একজন ক্যামেরাম্যানকে তিনি বাঁচাতে গিয়েছিলেন। পরে নিজেই প্রাণ হারান জিনিচেভ। এ ঘটনায় ওই ক্যামেরাম্যানও মারা গেছেন। তার নাম আলেকজান্ডার মেলনিক।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।