ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

বক্সিংয়ে বাইডেনকে হারিয়ে দিতে পারব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
বক্সিংয়ে বাইডেনকে হারিয়ে দিতে পারব: ট্রাম্প

বেফাঁস মন্তব্য করে মাঝেমধ্যেই আলোচনায় আসেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ করে ট্রাম্প বললেন, বক্সিং লড়াইয়ে বাইডেনকে তিনি হারাতে পারবেন।

 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বাইডেনকে নিয়ে এ মন্তব্য করেন ট্রাম্প। ইভান্ডার হলিফিল্ড বনাম ভিটর বেলফোর্টের মধ্যকার বক্সিং লড়াইয়ের প্রচারণায় তিনি বলেন, বক্সিং লড়াই হলে বাইডেন খুব দ্রুতই আমার কাছে ধরাশায়ী হবেন।  

বক্সিং লড়াইয়ের ওই প্রচারণা অনুষ্ঠানে টেলিফোনের মাধ্যমে এসব কথা বলেন ট্রাম্প। তার এ মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
জেএইচটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।