ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টাইফুন চানথু: সাংহাইয়ের হাজারও বাসিন্দাকে স্থানান্তর 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
টাইফুন চানথু: সাংহাইয়ের হাজারও বাসিন্দাকে স্থানান্তর 

টাইফুন চানথু আঘাত হানতে পারে পূর্ব চীনের মহানগরী সাংহাইয়ে। এরই মধ্যে টাইফুনের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে।

 

সোমবার (১৩ সেপ্টেম্বর) ক্ষয়ক্ষতি এড়াতে  শত শত ফ্লাইট স্থগিত করা এবং হাজার হাজার বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। খবর এএফপির।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সিসিটিভি জানিয়েছে, শহর কর্তৃপক্ষ কমপক্ষে ২৮ হাজার মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিয়েছে। সোমবার সন্ধ্যায় ঝড়ের সঙ্গে ভূমিধসের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।  

উল্লেখ্য, গত সপ্তাহে প্রথমে গুয়াম এবং ফিলিপাইনের মধ্যে আবির্ভূত হওয়ার পরে চানথু দ্রুত গতিতে নিম্নচাপ থেকে এক সুপার টাইফুনে পরিণত হয়। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৫৭ কিলোমিটার (১৬০ মাইল)।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।