ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগরে দুর্ঘ টনা মার্কিন ডুবোজাহাজে

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২১
দক্ষিণ চীন সাগরে দুর্ঘ টনা মার্কিন ডুবোজাহাজে

যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক ডুবোজাহাজ দক্ষিণ চীন সাগরে পানির নিচে ডুব দেওয়ার সময় ‘অজানা’ একটি বস্তুর সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে অন্তত ১৫ জন নাবিক আহত হয়েছেন।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, শনিবারে ইউএসএস কানেকটিকাট কোনো একটি বস্তুর সঙ্গে ধাক্কা খেলে ১৫ নাবিক আঘাত পায়।

তবে সংঘর্ষের কারণ কী বা কিসের সঙ্গে ধাক্কা লেগেছে তা স্পষ্ট নয়।

মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জানান, ডুবোজাহাজটি এখন মার্কিন ভূখণ্ড গুয়ামের দিকে যাচ্ছে।

ডুবোজাহাজের ক্ষয়ক্ষতি মূল্যায়ন চলছে উল্লেখ করে এক বিবৃতিতে বলা হয়, ইউএসএস কানেকটিকাটের পারমাণবিক প্ল্যান্ট বা এ সংশ্লিষ্ট কোনো কিছুর ক্ষতি হয়নি এবং এটি পুরোপুরি চালু আছে।

বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক অঞ্চলে মোতায়েন আছে ডুবোজাহাজটি।

এদিকে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমানা লঙ্ঘন করে চীনা যুদ্ধবিমানের লাগাতার উড়ে আসা নিয়ে তৈরি উত্তেজনার মধ্যে অতি-বিতর্কিত অঞ্চলে এ ঘটনা ঘটলো।

দক্ষিণ চীন সাগরে আধিপত্য নিয়ে তাইওয়ান, মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন ও ব্রুনাইয়ের সঙ্গে চীনের বিরোধ রয়েছে।

২০১৬ সালে আন্তর্জাতিক আদালত ভিত্তিহীন বললেও তথাকথিত নাইন-ড্যাশ লাইনের অধীনে দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো জলসীমাকে নিজেদের দাবি করে চীন।

সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে উত্তেজনা বাড়লে অন্য দেশগুলোকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র।

মাত্র কয়েক সপ্তাহ আগে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া অকাস নামে ‘ঐতিহাসিক’ নিরাপত্তা চুক্তি করেছে। এর আওতায় অস্ট্রেলিয়াকে পারমাণবিক ডুবোজাহাজ বানাতে সাহায্য করছে যুক্তরাষ্ট্র। এ নিয়েও ব্যাপক তর্ক চলছে। একই সময়ে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

সব মিলিয়ে এক জটিল পরিস্থিতির মাঝে মার্কিন ডুবোজাহাজে ধাক্কার ঘটনা ঘটল।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।