ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ফ্রান্সের রাষ্ট্রদূতকে বেলারুশ ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
ফ্রান্সের রাষ্ট্রদূতকে বেলারুশ ছাড়ার নির্দেশ

ঢাকা: ফ্রান্সের রাষ্ট্রদূতকে বেলারুশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

রোববার (১৭ অক্টোবর) ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে বলেছে, রাষ্ট্রদূত নিকোলাস ডি বুইলানে ডি লাকোস্তে এরই মধ্যে বেলারুশ ছেড়েছেন।

তবে তাকে কেন বহিষ্কার করা হলো, সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। বেলারুশের সংবাদমাধ্যমগুলো বলছে, মিনস্ক এরই মধ্যে প্যারিস থেকে রাষ্ট্রদূত ইগর ফেসেঙ্কোকে ডেকে পাঠিয়েছে।

মিনস্কের ফরাসি দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, গত বুধবার রাষ্ট্রদূত ডি লাকোস্তে সম্প্রতি নিষিদ্ধ হওয়া একটি বেসরকারি সংস্থার প্রতিনিধিদের স্বাগত জানান। তাদের মধ্যে ‘সত্য বলে দাও’ নামের একটি সংস্থার সহ-প্রতিষ্ঠাতাও ছিলেন। তিনি গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।

অবশ্য রাষ্ট্রদূত প্রত্যাহারের বিষয়ে দুই দেশ কোনো বিবৃতিও দেয়নি এবং এ ব্যাপারে মন্তব্যও করেনি।

সূত্র: এএফপি।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।