ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

নগ্ন হয়ে ছবি তুললেন ২০০ নারী-পুরুষ!

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
নগ্ন হয়ে ছবি তুললেন ২০০ নারী-পুরুষ!

মরুভূমিতে ‘ভূতের মতো’ হেঁটে বেড়াচ্ছেন প্রায় ২০০ জন নারী-পুরুষ। তাদের কারও শরীরে কোনো পোশাক নেই।

শরীরে সাদা রং মেখে হাঁটেন তারা। আর সেই দৃশ্য ফ্রেমবন্দী করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত আলোকচিত্রী স্পেন্সার টিউনিক।  

সোমবার (১৮ অক্টোবর) সিএনএন ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার দক্ষিণ ইসরায়েলের আরাদ শহরের মরুভূতিতে এই ফটোশুট করা হয়। এখান থেকে ডেড সি ভালোভাবেই দেখা যায়।  

ডেড সি বা মৃত সাগরের দ্রুত অবনতির অবস্থা তুলে ধরা, সচেতনতা বৃদ্ধি এবং ডেড সি জাদুঘর প্রতিষ্ঠা করার আন্দোলনের অংশ হিসেবেই এই ফটোশুট করেছেন বলে দাবি করেন স্পেন্সার টিউনিক।   

ওই ফটোশুটে অংশ নেওয়া নারী-পুরুষদের বয়স ১৯ থেকে ৭০ বছর।  

আলোকচিত্রী স্পেন্সার টিউনিক বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয়ের কারণে প্রায় ধ্বংস হতে বসেছে ডেড সি। ২০১১ সালে এ বিষয়ে আমি আরেকবার সচেতনতা সৃষ্টি করতে চেয়েছিলাম। ১০ বছর পর আবার করতে চাচ্ছি। উদ্দেশ্য একটাই যে, ডেড সি বাঁচাতে সচেতনতা সৃষ্টি।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।