ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে বিক্ষোভ অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০
কাশ্মীরে বিক্ষোভ অব্যাহত

শ্রীনগর: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শনিবার পুলিশের গুলিতে তিনজন বিক্ষোভকারী নিহত এবং অনেকে আহত হওয়ার পর নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

গত তিনমাসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শিশুসহ ১০২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।



শনিবার হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। তারা এসময় ‘ভারত ফিরে যাও’, ‘আমরা স্বাধীনতা চাই’ বলে স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে প্রধানত মুসলিম অধ্যুসিত অঞ্চলে কারফিউ বলবৎ রেখেছে কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা রাস্তা অবোরধ করে রাখে এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। সহিংসতার জন্যই পুলিশ গুলি করতে বাধ্য হয়েছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছে।

চলতি সপ্তাহে নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত যুবক শনিবার সকালে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মারা গেছেন।


গত ১১ জুন ১৭ বছরের এক ছাত্র নিহত হওয়ার পর থেকে কাশ্মীরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

এদিকে , কাশ্মীরের বেশির ভাগ অধিবাসী ভারতের কাছ থেকে স্বাধীনতা চায়। তবে কিছু মানুষ চায় পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে।

পাকিস্তান অস্ত্র দিয়ে বিদ্রোহীদের সাহায্য করছে বলে অভিযোগ করেছে ভারত । পাকিস্তান এ অভিাযোগ অস্বীকার করেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।