ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টোকিওতে ট্রেনে ছুরি হামলা, অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
টোকিওতে ট্রেনে ছুরি হামলা, অগ্নিসংযোগ

জাপানের রাজধানী টোকিওতে ট্রেনে ছুরি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যায় দেশটির কোকুরিও স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সন্দেহভাজন হিসেবে এক তরুণকে (২০) ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। ওই তরুণ জোকারের পোশাকে ট্রেনটিতে অগ্নিসংযোগ করেন।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে টেলিভিশনের একটি ভিডিওতে দেখা গেছে, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় ভরা ট্রেন থেকে লোকজন ছুটে আসছে।

সাধারণত জাপানকে বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হয়। তবে কয়েক বছর ধরে দেশটিতে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে।

গত আগস্টে টোকিওর একটি স্টেশনে পৃথক ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। এর আগে ২০১৯ সালে একজন ব্যক্তি কাওয়াসাকিতে বাসের জন্য অপেক্ষারত স্কুল শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে দুই জন নিহত এবং অন্তত ১৮ জন আহত হয়েছিল।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।