সিয়েরা লিওনে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৯১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৫ নভেম্বর) সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের উপশহরে ওই বিস্ফোরণ ঘটে।
সিয়েরা লিওনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার জনসংযোগ কর্মকর্তা মোহামেদ লামরানে বাহে বলেন, বিস্ফোরণে আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ফ্রিটাউনের মেয়র ইবোন্নি আকি-সয়ে বলেন, ওয়েলিংটনে জ্বালানি বহকারী একটি ট্রাকের সঙ্গে আরেকটি ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
সিয়েরা লিওনের রাষ্ট্রায়ত্ত মর্গের ব্যবস্থাপক রয়টার্সকে জানায়, তারা এখন পর্যন্ত ৯১ জনের মরদেহ পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
জেএইচটি
My heartfelt condolences to the people of Sierra Leone ?? following yesterday's fuel explosion disaster.
— N U H U ™️ (@NuhuAdams_) November 6, 2021
About 600 human lives have been lost with others in terrible conditions through this explosion.
?????? pic.twitter.com/BCVCifbbBW