জার্মানির দক্ষিণাঞ্চলে ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে ছুরি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
জয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (৬ নভেম্বর) জার্মানির বাভারিয়া রাজ্যে চলন্ত ট্রেনে এই হামলার ঘটনা ঘটে।
জার্মানির সংবাদ মাধ্যম বিল্ডের তথ্য অনুযায়ী, হামলায় তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
এরই মধ্যে পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, এখন আর কোন ঝুঁকি নেই। এই মুহূর্তে ঘটনায় জড়িত ব্যক্তির বিষয়ে আর কোনো বাড়তি তথ্য নেই।
পুলিশের এক মুখপাত্র বিআর টোয়েন্টিফোর নামের একটি সম্প্রচারমাধ্যমকে বলেন, হামলার বিস্তারিত এখনও পরিস্কার নয়। সকাল ৯টা ২০ মিনিটে পুলিশ এ ঘটনায় ফোন কল পেয়েছিল।
বিল্ড জানায়, তদন্তকারীরা ঘটনার সঙ্গে কোনো সন্ত্রাসী যোগসাজশ খুঁজে পায়নি। ট্রেনটিকে ন্যুরেমবার্গের দক্ষিণে জয়বার্সডর্ফে থামানো হয় বলে জানিয়েছে পুলিশ। হামলার পর ওই দুই শহরের মধ্যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
জেএইচটি
German train knife attack leaves several wounded: rescue and police on site:Rescue and police are on site after several people were wounded in a knife attack on a high-speed train in Germany's Bavaria, local police said, adding that the alleged perpetrator had been arrested. pic.twitter.com/mkKQKqAuY2
— worldnews24u (@worldnews24u) November 6, 2021