ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমির বাগদাদের বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোনটি বিস্ফোরকে ভর্তি ছিল।
আল-জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার ভোরে ইরাকের প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ওই হামলা করা হয়। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় মুস্তাফা আল-কাদিমির ব্যক্তিগত দেহরক্ষী দলের কয়েকজন আহত হয়েছেন।
ওই হামলার পর সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে টুইট করেছেন মুস্তাফা আল-কাদিমি। তিনি বলেন, আমি ভালো আছি। ইরাকের ভালোর জন্য সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, দেশদ্রোহীদের এই হামলা নিরাপত্তা বাহিনীর বীর সৈনিকদের দৃঢ়তাকে একটুও নাড়া দিতে পারবে না।
১০ অক্টোবর ইরাকে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফলাফল ঘিরে বাগদাদে সহিংস বিক্ষোভের পরই এমন হামলা হলো।
বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
জেএইচটি
US condemns drone attack on Iraqi Prime Minister Mustafa al-Kadhimi, calls it an "apparent act of terrorism" pic.twitter.com/HYFICneAKw
— TRT World Now (@TRTWorldNow) November 7, 2021