মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের সরকার ক্ষমতাসীন আমিরের কাছে পদত্যাগ জমা দিয়েছে। স্থানীয় সময় সোমবার (৮ নভেম্বর) এ পদত্যাগপত্র জমা দেওয়া হয়।
স্থানীয় দৈনিক আল কাবাস এবং আল রাই’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, কুয়েতের নির্বাচিত সংসদে প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহকে প্রশ্ন করা নিয়ে বিরোধী আইনপ্রণেতাদের সঙ্গে সরকারের মতবিরোধ চলছিল। এতে করে দীর্ঘদিন ধরে অচলাবস্থার মধ্যেই দেশটির সরকার পদত্যাগ করল।
পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশটির আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ। তিনি এই পদত্যাগপত্র গ্রহণ করবেন কি না তা জানা যায়নি।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে কুয়েতের তৎকালীন সরকার পদত্যাগ করে। পরে মার্চে সংসদে প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহর নেতৃত্বাধীন সরকার গঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
জেএইচটি