দীর্ঘ কয়েক মাসের বিরতি শেষে জার্মানিতে হঠাৎ করেই গত তিন দিনে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। একই সাথে বাড়ছে মৃতের সংখ্যাও।
এই অবস্থায় শংকিত দেশটির সাধারণ নাগরিকসহ প্রবাসীরা। শুধুমাত্র গত ২৪ ঘন্টায় জার্মানির রবার্ট কক ইন্সটিটিউট এর তথ্য বলছে দেশজুড়ে সংক্রমিত হয়েছেন ৩৩ হাজারেরও বেশি মানুষ। হঠাৎ সংক্রমণের উচ্চ মাত্রার হারে দিশেহারা দেশটির হেসেন ও বায়ার্ন প্রদেশের প্রবাসীরা। দেশটির বাণিজ্যিক রাজধানী ফ্রাঙ্কফুর্ট ও আশেপাশের অঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাসরত প্রবাসী খন্দকার বিজু গনি, নূরউদ্দিন মিনজ, সালমা আলিসহ বার্লিনের অর্ণা সিকদার জানান টিকা নেননি এমন নাগরিকরাই সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে ভূগছেন।
দেশটিতে জনসংখ্যা প্রায় ৮৫ মিলিয়নের কাছাকাছি আর টিকা নিয়েছেন ৫৬ মিলিয়নের কিছু বেশি নাগরিক। করোনা অত্মবিশ্বাসী বা টিকা নিতে অনাগ্রহী নাগরিকদের টিকার আওতায় না আনা গেলে সংক্রমণ কখনোই কমানো যাবেনা মনে করছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পাহন। তাই করোনা সংকট মোকাবিলায় সবার সহযোগীতাও কামনা করেন তিনি।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এমএমএস