ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে বাইডেনের ‘জাতীয় জরুরি অবস্থা’ নবায়ন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
ইরানের বিরুদ্ধে বাইডেনের ‘জাতীয় জরুরি অবস্থা’ নবায়ন  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ইরানের বিরুদ্ধে এক বছরের জন্য ‘জাতীয় জরুরি অবস্থার’ মেয়াদ নবায়ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় মঙ্গলবার (০৯ নভেম্বর) হোয়াইট হাউজ বাইডেনের বিবৃতিটি প্রকাশ করেছে।

 

বিবৃতিতে বলা হয়, ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। এ কারণেই ১৯৭৯ সালের ১৪ নভেম্বরে ইরানের বিরুদ্ধে জারি করা ওই জরুরি অবস্থা আগামী ১৪ নভেম্বরের পর আগের মতোই অব্যাহত থাকবে।

ইরান ইস্যুতে আমেরিকার নীতিতে যে কোনোরকম পরিবর্তন হয়নি, ইরানের বিরুদ্ধে জরুরি অবস্থা নবায়ন করে বাইডেন প্রশাসন তা প্রমাণ করলো।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
এমআরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।