ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩১, ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শীতল যুদ্ধ নিয়ে চীনা প্রেসিডেন্টের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
শীতল যুদ্ধ নিয়ে চীনা প্রেসিডেন্টের সতর্কতা শি জিনপিং

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শীতল যুদ্ধের বিষয়ে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।  

তিনি বলেন, ছোট কোনো ভৌগোলিক এলাকাকে বেছে নিয়ে উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে।

কিন্তু এটা সফল হবে না।  

এশিয়া-প্যাসিফিক ইকনমিক কো-অপারেশন সামিটের ভার্চ্যুয়াল বিজনেস সামিটে এ মন্তব্য করেন শি জিনপিং।  

আল-জাজিরা ও ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি তাইওয়ান ও এশিয়া-প্যাসিফিক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বিরোধ তুঙ্গে উঠেছে। সেই পরিপ্রেক্ষিতেই শি জিনপিং এ কথা বলেছেন।

চীনের প্রেসিডেন্ট বলেন, এশিয়া-প্যাসিফিক এলাকাকে শীতল যুদ্ধের সময়ের বিরোধের মধ্যে ফেলা ঠিক হবে না, সেটা উচিতও নয়।

শি জিনপিং আরও বলেন, তারা এশিয়া-প্যাসিফিক এলাকার উন্নয়নে দায়বদ্ধ। এই অঞ্চলের আর্থিক উন্নয়নে চীন সাহায্য করবে। করোনার টিকা যাতে উন্নয়নশীল দেশগুলো পায়, সেজন্য সবাইকে চেষ্টা করতে হবে।

তাইওয়ান নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তাইওয়ানকে রক্ষা করার দায় যুক্তরাষ্ট্রের আছে। তাইওয়ানও চীনের ক্রমবর্ধমান সামরিক রাজনৈতিক চাপের মুখে পড়েছে বলে বাইডেন জানান।  

বাইডেন বলেন, তিনি চীনের সঙ্গে শীতল যুদ্ধ চান না। চীনের ওপর চাপ দিতে যুক্তরাষ্ট্র গত সেপ্টেম্বরে কোয়াডের বৈঠক করেছে।

প্রসঙ্গত, কোয়াড হলো যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে গঠিত গোষ্ঠী।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।