ইসরায়েলের কারাগারে অনশনরত বন্দী মিকদাদ আল-কাওয়াসমেহকে অবশেষে মুক্তি দিতে রাজি হয়েছে ইসরায়েল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।
পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কারাগারে বিনা বিচারে আটক থাকার প্রতিবাদে অনশন পালন করে আসছিলেন ফিলিস্তিনি তরুণ মিকদাদ। এজন্য তিনি ১১৩ দিন কোনো খাবার গ্রহণ করেননি। তার এই কঠোর প্রতিবাদের কাছে হার মেনেছে ইসরায়েল। ইজরায়েলি কর্তৃপক্ষ মুক্তি দিতে রাজি হওয়ায় তিনি অনশন ভেঙেছেন।
মিকদাদের মুক্তির বিষয়ে হামাসের বন্দীবিষয়ক শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলি কর্তৃপক্ষের আলোচনার পর এ বিষয়ে চুক্তি হয়।
হামাসের বন্দীবিষয়ক কার্যালয়ের পরিচালক নাহিদ আল-ফাখুরি জানান, চুক্তির আগে হামাসের বন্দীবিষয়ক সর্বোচ্চ কমিটির কর্মকর্তা সালামা আল কাতাভি এবং মূসাভ আবু শাখাইদাম মিকদাদের সঙ্গে ইসরায়েলের কারাগারে সাক্ষাৎ করেন।
মিকদাদের আইনজীবী জানান, তার মক্কেল এতটাই দুর্বল হয়েছেন যে, তিনি হুইল চেয়ারে করেও চলাফেরা করতে পারছেন না।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২০২১
জেএইচটি
The Israeli Kaplan hospital transferred Mikdad to ICU after a deterioration of his health condition.
— Memo Hamada (@MemoHamada16) September 28, 2021
Mikdad suffered from health complications that led to a slower heart rate while in Ramle prison hospital a few days ago and was carried to Kaplan hospital. #act4palestine pic.twitter.com/cYmHmMgFcB