ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে তিন ন্যাটো সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

কাবুল: আফগানিস্তানে পৃথক দুটি হামলায় শনিবার তিনজন ন্যাটো সেনা নিহত হয়েছেন। রোববার ন্যাটো বাহিনী সূত্রে একথা জান গেছে।



ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগীতা বাহিনী পৃথক প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানের দণিাঞ্চলে বোমা হামলায় দুইজন এবং দেশটির উত্তরাঞ্চলে বিদ্রোহী হামলায় আরও একজন নিহত হয়েছেন। তবে এর বেশি বিস্তারিত কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এরআগে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে শনিবার অনুষ্ঠিত নির্বাচনের দিন পাঁচজর বিদেশী সেনা নিহত হয়েছেন।

এবছর আফগানিস্তানে ৫১৫ জন বিদেশী সেনা নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যানে বলা হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।