ঢাকা: শুক্রবার ভোরে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের পাশাপাশি ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায়ও।
ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ১।
ভারতের মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে ও ১২ কিলোমিটার গভীর থেকে ভূ-কম্পন অনুভূত হয় কলকাতা শহর পর্যন্ত। এছাড়া আসাম ও ত্রিপুরাতেও ভূ-কম্পন অনুভূত হয়েছে।
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এনটি