ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানির হাসপাতালে গুলি: নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০
জার্মানির হাসপাতালে গুলি: নিহত ৪

বার্লিন: জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লিরাখ শহরের সেন্ট এলিযাবেথ হাসপাতালে একজন নারীর গুলিতে তিনজন নিহত হন। একইসঙ্গে হামলাকারী ওই নারীও আত্মহত্যা করেন।

রোববার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।

পুলিশ বার্তাসংস্থা এএফপি’কে জানিয়েছে, ফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমান্তের কাছে লিরাখ শহরে নিহত এ ঘটনা ঘটে।

ফ্রেইবুর্গ অঞ্চলের পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘আমাদের পাওয়া তথ্যে সেখানে চার জন নিহত হয়েছেন’। তিনি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে, ২০০৯ সালে জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর উইনেনডেনে ১৭ বছর বয়সী একজন কিশোর তার বাবার পিস্তল দিয়ে ১৫ জনকে গুলি করে হত্যা করে। এরপর সেও আত্মহত্যা করে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।