ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্বের দারিদ্র কমাতে ইউরোপের ১৩০ কোটি ডলার সহায়তার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০
বিশ্বের দারিদ্র কমাতে ইউরোপের ১৩০ কোটি ডলার সহায়তার ঘোষণা

জাতিসংঘ: সহাস্রাব্দ উন্নয়ন ল্ক্ষ্য (এমডিজি) সম্মেলনে ইউরোপের নেতারা বিশ্বের দারিদ্র বিমোচনে ১৩০ কোটি মার্কিন ডলার সহায়তার প্রস্তাব করেছেন।

ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট হোসে মানুয়েল বারোসো সম্মেলনের প্রথমদিন সোমবার এ ঘোষণা দেন।



ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি, স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুই জাপাতেরো ধনী দেশগুলোর
বিশ্বের দারিদ্র বিমোচন, শিশু ও মায়ের স্বাস্থ্য উন্নতিতে আরও অবদান রাখার আহ্বান জানান।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, ২০১৫ সালের মধ্যে আটটি গুরুত্বপূর্ণ উন্নয়ন লক্ষ্যে  পৌঁছানো সম্ভব, যদি বিশ্বনেতারা প্রয়োজনীয় অর্থ দেন ও তাদের রাজনৈতিক সদিচ্ছা থাকে।

এই সহায়তাকে ‘ইউরোপের প্রতিশ্র“তি রক্ষা` বলে  উল্লেখ করে বারোসো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর আরও বেশি কার্যকর ফলাফল সৃষ্টি করা প্রয়োজন। কারণ সময় ফুরিয়ে যাচ্ছে। ’

তিন দিনব্যাপী জাতিসংঘ সম্মেলনে আগামী বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সমাপ্তি ভাষণ দেবেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।