ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে স্কুলবাস নদীতে পড়ে ১৫ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০
পাকিস্তানে স্কুলবাস নদীতে পড়ে ১৫ শিশু নিহত

মোজাফফরাবাদ: পাকিস্তানশাসিত কাশ্মীরে মঙ্গলবার একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে অন্তত ১৫ শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। বাসটিতে ৩৫ জন শিশু ছিলো বলে এক কর্মকর্তা জানান।



পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের রাজধানী মোজাফফরাবাদের সহকারি কমিশনার চৌধুরী ইমতিয়াজ বলেন, ‘আমরা ১৫টি শিশুর মৃতদেহ উদ্ধার করেছি। ’

মিনিবাসটিতে গারহি দুপাট্টার অঞ্চলের আল্লামা ইকবাল স্কুলের ১০ থেকে ১৫ বছর বয়সী ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী ছিলো।

চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়ক থেকে গড়িয়ে গিয়ে ঝিলম নদীতে পড়ে। মোজাফফরাবাদের পুলিশপ্রধান গোলাম আকবর এ তথ্য জানান।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘মাত্র পাঁচটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ’

পাকিস্তানে প্রায়ই এধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এর জন্য মূলত রাস্তার বেহাল দশা, মেয়াদোত্তীর্ণ বাস ও চালকের বেপরোয়া গতিই দায়ী।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।