ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে শপিং সেন্টারে হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
ইসরায়েলে শপিং সেন্টারে হামলা, নিহত ৪

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিরসেবা শহরের বিগ শপিং সেন্টারে দুর্বৃত্তের হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে হামলার ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

হামলাকারীর নাম মুহম্মদ গালেব আহমেদ আবু আলকিয়ান। তিনি বিরসেবা থেকে ১২ মাইল দূরের বেদুঈন শহর হুরার বাসিন্দা।

জানা গেছে, বিরসেবা শহরে বিগ শপিং সেন্টারর সামনে তিন জনকে ছুরি দিয়ে হত্যা করা হয়। আরেক জনকে পালানোর সময় গাড়ি চাপা দিয়ে হত্যা করে দুর্বৃত্ত (আলকিয়ান)। পালানোর সময় হামলাকারীকে একজন বাস ড্রাইভার গুলি করে হত্যা করেন।

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা (শিনবেত) জানায়, ওই দুর্বৃত্ত একজন ইসরাইলি আরব, যে এর আগেও আইএসকে সমর্থনের কারণে জেল খেটেছেন। ২০১৫ সালে সিরিয়া যাওয়ার পরিকল্পনার সময় তাকে আটক করে বিচারিক প্রক্রিয়া শেষে জেলে পাঠানো হয়। ২০১৯ সালে সে ছাড়া পায়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবারের হামলার সূত্রপাত হয় পেট্রোল স্টেশনে এক নারীকে ছুরিকাঘাতের মাধ্যমে। এরপর সে আরেকজন সাইকেল আরোহীকে ছুরি দিয়ে হামলা করে। রাস্তা পার হয়ে শপিং সেন্টারে আরও কয়েকজনকে হামলা করে আলকিয়ান।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।