ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাবরি মসজিদ মামলার রায়ের সময় সংবাদ মাধ্যম নিষিদ্ধ

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০
বাবরি মসজিদ মামলার রায়ের সময় সংবাদ মাধ্যম নিষিদ্ধ

কলকাতা: বাবরি মসজিদ মামলার রায় দানের সময় এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চের শুনানি কক্ষে সংবাদ মাধ্যমের কোনো প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন না।

আগামী ২৪ সেপ্টেম্বর এ মামলার রায় হবে।



সোমবার এক সরকারি আদেশে ওই দিন আদালতে সংবাদ মাধ্যম প্রতিনিধিদের উপস্থিতির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি এসআই রেবিলোর অনুমোদনক্রমে জারি করা সরকারি নির্দেশে বলা হয়, ‘কেবল সাংবাদিকরাই নন, এ মামলার সঙ্গে যুক্ত নন এমন কোনো আইনজীবী রায়দানকালে আদালতে হাজির থাকতে পারবেন না। এছাড়া ২৩ ও ২৪ সেপ্টেম্বর আদালত চত্বরে জানসাধারণের প্রবেশাধিকারও থাকছে না। ’

আদালত সূত্র জানিয়েছে, রায় ঘোষণার দিন যে কোনো প্রকার নাশকতা ঠেকাতে আদালত চত্বরে পাহারায় থাকবে সিআরপিএফ ও রাজ্য সেনা। আদালতের ৯টি প্রবেশ পথে নিয়ন্ত্রণ করা হবে যানবাহন। তবে আইনজীবীদের নিজস্ব বাহনের জন্য বিশেষ পাস ইস্যু করা হচ্ছে।   প্রধান বিচারপতি এসআই রেবিলো ওই দিন শুনানি কক্ষে উপস্থিত থাকবেন।

এরই মধ্যে বাবরি মসজিদ মামলার তিন বিচারপতি এসইউ খানষ, ধরমবীর শর্মা ও সুধীর আগরওয়াল এর ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছে রাজ্য প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।