ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোয় ‘কার্ল’-এর আঘাতে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০
মেক্সিকোয় ‘কার্ল’-এর আঘাতে নিহত ১২

ভেরাক্রুজ: মেক্সিকোর পূর্বাঞ্চলে সোমবার ঘূর্ণিঝড় কার্লের আঘাতে কমপক্ষে ১২ জন নিহত ও ৪০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ সুযোগে দেশটির পূর্বাঞ্চলে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে।



ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি বিষয়ে আলোচনার পর বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর পরিচালক লরা গুরসা বলেন, ‘এ পর্যন্ত আমরা ১২ জনের মৃত্যুর সনদ পেয়েছি। ’

ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ভেরাক্রুজে পৌঁছানোর পর দেশটির প্রেসিডেন্ট ফেলিপ ক্যালদেরন বলেন, ‘সেনা ও নৌবাহিনীকে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। ’

ভেরাক্রুজেই ঝড়ের আঘাতে কমপক্ষে ৭ জন নিহত ও ১০ জন নিখোঁজ হয়েছেন বলে কর্তৃপক্ষ জানায়।

ক্যালদেরন ভেরাক্রুজের বেশ কয়েকটি গ্রামের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এদিকে এ রাজ্যের ২৭৪টি পৌরসভার ১১২টি এখনও পানির নিচে বলে রাজ্যটির গভর্নর ফিদেল হেরেরা জানান।

তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এখনও বড় ধরনের হুমকির মধ্যে আছি। কারণ পাহাড়ি এলাকায় এখনও বৃষ্টি হচ্ছে এবং এর ফলে ২০টি নদীতে পানির উচ্চতা আরও বাড়বে। ’

ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যটির প্রায় অর্ধ লক্ষ বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে ৪০ হাজারের মত বাসিন্দাকে এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভেরাক্রজের বিভিন্ন এলাকায় ুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানা যায়। লুটপাটের অপরাধে এ পর্যন্ত ১১ জনকে আটক করাসহ আইন শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষের নির্দেশে অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে মেক্সিকো উপকূলের তেলকূপ খালি করাসহ দেশটির পরমাণু কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০
মেক্সিকোয় ‘কার্ল’-এর আঘাতে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি/এএফপি

ভেরাক্রুজ: মেক্সিকোর পূর্বাঞ্চলে সোমবার ঘূর্ণিঝড় কার্লের আঘাতে কমপক্ষে ১২ জন নিহত ও ৪০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ সুযোগে দেশটির পূর্বাঞ্চলে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে।

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি বিষয়ে আলোচনার পর বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর পরিচালক লরা গুরসা বলেন, ‘এ পর্যন্ত আমরা ১২ জনের মৃত্যুর সনদ পেয়েছি। ’

ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ভেরাক্রুজে পৌঁছানোর পর দেশটির প্রেসিডেন্ট ফেলিপ ক্যালদেরন বলেন, ‘সেনা ও নৌবাহিনীকে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। ’

ভেরাক্রুজেই ঝড়ের আঘাতে কমপক্ষে ৭ জন নিহত ও ১০ জন নিখোঁজ হয়েছেন বলে কর্তৃপক্ষ জানায়।

ক্যালদেরন ভেরাক্রুজের বেশ কয়েকটি গ্রামের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এদিকে এ রাজ্যের ২৭৪টি পৌরসভার ১১২টি এখনও পানির নিচে বলে রাজ্যটির গভর্নর ফিদেল হেরেরা জানান।

তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এখনও বড় ধরনের হুমকির মধ্যে আছি। কারণ পাহাড়ি এলাকায় এখনও বৃষ্টি হচ্ছে এবং এর ফলে ২০টি নদীতে পানির উচ্চতা আরও বাড়বে। ’

ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যটির প্রায় অর্ধ লক্ষ বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে ৪০ হাজারের মত বাসিন্দাকে এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভেরাক্রজের বিভিন্ন এলাকায় ুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানা যায়। লুটপাটের অপরাধে এ পর্যন্ত ১১ জনকে আটক করাসহ আইন শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষের নির্দেশে অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে মেক্সিকো উপকূলের তেলকূপ খালি করাসহ দেশটির পরমাণু কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।