ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত বিশ্বের তৃতীয় ক্ষমতাধর দেশ: মার্কিন প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০
ভারত বিশ্বের তৃতীয় ক্ষমতাধর দেশ: মার্কিন প্রতিবেদন

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের এক গবেষণায় ভারতকে বিশ্বের তৃতীয় ক্ষমতাধর রাষ্ট্র বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং চীনের পরই তাদের অবস্থান।



জাতীয় তদন্ত পরিষদের পরিচালকের কার্যালয়ের ২০০৮ সালের প্রতিবেদনের ভিত্তিতে তৈরি ‘গ্লোবাল গভর্নেন্স ২০২৫’ প্রতিবেদনে এ কথা জানানো হয়।

গবেষণায় উল্লেখ করা হয়েছে, ২০১০ সালে ক্ষমতার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তারা বিশ্বের প্রায় ২২ শতাংশ ক্ষমতার মালিক। তার পরই চীনের অবস্থান। চীন ১২ শতাংশ ক্ষমতার অধিকারী। আর ভারতের ক্ষমতার পরিমাণ পুরো বিশ্বের প্রায় ৮ শতাংশ।

জাপান, রাশিয়া এবং ব্রাজিল ৫ শতাংশ ক্ষমতার অধিকারী বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির গবেষণায় বেড়িয়ে এসেছে, ২০২৫ সালেও যুক্তরাষ্ট্র বিশ্বে শীর্ষ ক্ষমতাধর দেশ থাকবে। তবে দেশটির ক্ষমতা ১৮ শতাংশে নেমে আসতে পারে।

৮২ পৃষ্ঠার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ভবিষ্যত সঙ্কট সম্পর্কেও বলা হয়েছে। এর মধ্যে রয়েছে, জাতিগত দাঙ্গা, সংক্রামক ব্যাধী, সন্ত্রাস, খাদ্য ও পানি সংকট, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক অভিবাসী সমস্যার।


বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।